বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটশহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের অনতি দূরে গুলুড়িয়াতে নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্টের উদ্যোগে চিত্র ভাস্কর্য প্রদর্শনের শেষ দিন ছিল রবিবার। বিশিষ্ট সাংবাদিক মৃনাল ঘোষ, বাঁশরী শিল্পী…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা স্টেশনের অনতি দূরে গুলুড়িয়াতে নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্টের উদ্যোগে চিত্র ভাস্কর্য প্রদর্শনের শেষ দিন ছিল রবিবার। বিশিষ্ট সাংবাদিক মৃনাল ঘোষ, বাঁশরী শিল্পী ইন্দ্রজিৎ বসু, সেতার শিল্পী শুভ্রজ্যোতি ঘোষ, শিক্ষাব্রতী সুকুমার মাইতি, গৌতম দাস, সংস্থার সম্পাদক অসিত সাঁই সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শৈলেন চক্রবর্তী ও গোকুল চন্দ্র বেরা।