বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাটমেচেদা সাহিত্য একাডেমীর উদ্যোগে মেচেদা শিশু উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি সাহিত্যিক এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভ…
বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট
মেচেদা সাহিত্য একাডেমীর উদ্যোগে মেচেদা শিশু উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি সাহিত্যিক এদিন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, গ্রাম পঞ্চায়েত প্রধান সুজয় মাইতি, অমৃত মাইতি, সুকুমার মাইতি সংস্থার সভাপতি অনিল সামন্ত, আব্দুল মান্নান, সহ এলাকার বিশিষ্টজনেরা। সঞ্চালনা করেন প্রশান্ত কুমার ভৌমিক। বেশ কয়েকজন কবিকে সম্বর্ধনা দেওয়া হয়। ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা হয় অনুষ্ঠানে। দিনটিকে সামনে রেখে সাহিত্য একাডেমীর মুখপাত্র রবিস্বর প্রকাশিত হয়। অন্যদিকে তমলুকের জেলা গ্রন্থাগারের সামনে আজকের দিনটি পালন হতে দেখা যায়। তমলুক এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। ময়না পাঁশকুড়া এলাকাতেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজকের দিনটি পালন করতে দেখা যায়।