Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুর সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় ও মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের সায়েন্স কালচার সেন্টারের সহযোগিতায় মিশন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় বিজ্ঞ…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর :মেদিনীপুর সায়েন্স সেন্টারের ব্যবস্থাপনায় ও মেদিনীপুর মিশন বালিকা বিদ্যালয়ের সায়েন্স কালচার সেন্টারের সহযোগিতায় মিশন বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হলো জাতীয় বিজ্ঞান দিবস। এদিন বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় মনোজ্ঞ ও তথ্যপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. বিশ্বজিত সেন।

এছাড়াও আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের তিনজন ছাত্রী,সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, পূর্ণেন্দু মাঝি এবং মিশন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা বাসন্তী বেরা। আলোচনার প্রারম্ভে বিজ্ঞানী সি ভি রমনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচনা শেষে সবাইকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ।