বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকাজ শুরু হয়েছিল প্রায় এক বছর আগে এখনো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেউলিয়া খন্যাডিহি রাস্তা প্রথম দফার কাজ শেষ না হওয়ায় চরম বিপত্তির মুখে পড়েছে বর্তমানে চলতে থাকা মাধ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
কাজ শুরু হয়েছিল প্রায় এক বছর আগে এখনো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেউলিয়া খন্যাডিহি রাস্তা প্রথম দফার কাজ শেষ না হওয়ায় চরম বিপত্তির মুখে পড়েছে বর্তমানে চলতে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী থেকে শুরু করে রাস্তা সংলগ্ন শতাধিক গ্রামের মানুষজন। মাধ্যমিক পরীক্ষার পর আসছে উচ্চমাধ্যমিক এই রাস্তা কে অবলম্বন করে যেতে হয় পরীক্ষা দিতে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে। রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় পরীক্ষার্থী থেকে শুরু করে মানুষজনের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে। ভোরের আলো ফুটে উঠার আগে অসংখ্য ফুল যাত্রী এই রাস্তাকে অবলম্বন করেই কোলাঘাট ও দেউলিয়া বাজারে ফুলের বাজার ধরতে যায়। রাস্তার এমনই চেহারা তৈরি হয়েছে দুই চাকার যানবাহন থেকে শুরু করে মোটরবাইক চালানো অযোগ্য হয়ে পড়েছে। নিত্যযাত্রী সুকুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা হলে তিনি জানান আন্দোলন করে রাস্তার কাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু কবে কাজ শেষ হবে এ বিষয়ে কিছু বলতে পারা যাবে না। দ্রুত এই কাজ শেষ করার দাবি রেখেছেন তিনি। দেউলিয়া খন্যাডিহি রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রথম লেয়ারের কাজ শেষ করে দ্বিতীয় লেয়ার সহ পিচিং করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বুধবার পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে একটি স্মারকলিপি দিয়েছে। কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানান অতি দ্রুত ঠিকাদার কাজ শুরু না করলে ভুক্তভোগীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি আরো জানিয়েছেন রাস্তার কাজ যেভাবে ধীর গতিতে হচ্ছে রাস্তার আশপাশের বাড়িঘরগুলি যেভাবে ধুলোয় ধুলোময় হচ্ছে বাড়ির বাচ্চা থেকে বৃদ্ধরা ব্যাপকভাবে অসুবিধা সম্মুখীন হচ্ছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দ্রুত কাজ শেষ করা প্রয়োজন।