Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইসিডিএস কর্মীরা এবার বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার পথে

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকজন বিরোধী জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক-প্রাথমিক শিক্ষাকে আইসিডিএস এর হাতে তুলে দেওয়ার সুপারিশ বাতিল, কর্মীদের আইনত স্বীকৃতি, শূন্য পদে নিয়োগ, সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়ন, কর্মীদের মেডিকে…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

জন বিরোধী জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক-প্রাথমিক শিক্ষাকে আইসিডিএস এর হাতে তুলে দেওয়ার সুপারিশ বাতিল, কর্মীদের আইনত স্বীকৃতি, শূন্য পদে নিয়োগ, সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়ন, কর্মীদের মেডিকেল খরচ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে আইসিডিএস কর্মীরা এবার বৃহত্তর আন্দোলনের পথে সামিল হওয়ার পথে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা প্রকল্প আধিকারিক এর নিকট এ আই টি ইউ সি অনুমোদিত পূর্ব মেদিনীপুর অঙ্গওয়াড়ী কর্মী ও সহায়িকা ইউনিয়নের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল।ডেপুটেশনে নেতৃত্ব দেন শ্যামলী মন্ডল, মমতা সিনহা, সিতারা বিবি, উমা বাড়ি। জেলা প্রকল্প আধিকারিক সুপ্রতিম সিনহা জানান দাবিগুলি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। ইউনিয়নের নেত্রীরা জানান দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে।