তমলুকঃ পঞ্চায়েত, পুরসভার পাশাপাশি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূলের নেতৃত্বরা। সম্প্রতি কয়েকদিন আগেই তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতির পরিবর্তন ঘটেছে। আ…
তমলুকঃ পঞ্চায়েত, পুরসভার পাশাপাশি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূলের নেতৃত্বরা। সম্প্রতি কয়েকদিন আগেই তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতির পরিবর্তন ঘটেছে। আগের সভাপতিকে রাজ্য কমিটিতে নিয়ে গিয়ে জেলার দায়িত্ব দেওয়া হয়েছে হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর আজগর আলিকে। দায়িত্ব পাওয়ার পর বুধবার তমলুকের নিমতৌড়িতে স্মৃতিসৌধে যুব তৃণমূলের বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূলের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক দাস, তমলুক সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি আজগর আলি সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজগর আলি বলেন, সংগঠনকে চাঙ্গা করে এখন থেকেই আমরা পঞ্চায়েত, পুরসভার পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। হলদিয়া পুরসভার নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে ২৯ টির মধ্যে ২৯ টিই পাবে তৃণমূল। এখন থেকে লিখে রাখুন। আগে যিনি আমাদের দলে ছিলেন( শুভেন্দু) তিনি এখন অন্য দলে। অনেককে ধমক চমক দিয়ে হলদিয়ায় রাজ করার চেস্টা করছে। তা আর হবে না। সাধারণ মানুষ উন্নয়নের সাথে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে।।