সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতাশিরোনাম: আবার দেখা হবে...কলমে: তনুময় শীল২১.০২.২০২৩
***** আবার দেখা হবে... *****
যেখানে শুধুই সুনীল আকাশ একলা গাঙচিল,সেখানে জানি অপেক্ষাতেও আনন্দ অনাবিল।যেখানে হিজল বনের বুকে শান্ত তরুর গান,লুকিয়ে…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতা
শিরোনাম: আবার দেখা হবে...
কলমে: তনুময় শীল
২১.০২.২০২৩
***** আবার দেখা হবে... *****
যেখানে শুধুই সুনীল আকাশ একলা গাঙচিল,
সেখানে জানি অপেক্ষাতেও আনন্দ অনাবিল।
যেখানে হিজল বনের বুকে শান্ত তরুর গান,
লুকিয়ে আছে স্রোতের নীচে নদীর কলতান।
যেখানে ধানের ক্ষেতে স্রোতে সোনা ঝরার শ্বাস,
সেখানে কেন স্বপ্ন দেখা একটু পরবাস?
যেখানে আছে সন্ধ্যা নেমে তারার আনাগোনা,
কান পাতলেই আলোকবর্ষ দূরের শব্দ শোনা।
যেখানে চাঁদের কলঙ্কেতেও ভালোবাসার ছোঁয়া,
হাজার দুঃখ ব্যথা জেনেও এপাশ ফিরে শোয়া।
যেখানে প্রেমের গল্প বলে পলাশ ফুলের লাল,
সেখানে মিলে মিশে একাকার ইহকাল পরকাল।
যেখানে অতীত জেগে ওঠে টুকরো টুকরো মনে,
জ্যোৎস্না ভেঙে দাঁড়িয়ে আছি সেই পৃথিবীর কোণে।
আজ লিখে দিলাম কবিতায়---
দেখা হবে সেখানেই,
তোমার আমার আবার,
আগামীর ইশারায়।