ভোর সাড়ে চারটায় তমলুক রামকৃষ্ণ মিশন ও মঠে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাতটায় তমলুক রামকৃষ্ণ মিশন থেকে শোভাযাত্রা বের হয়ে তমলুক শহর পরিক্রমা করে।
শোভাযাত্রায় ছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ঠাকুর শ্রী শ্রী র…
ভোর সাড়ে চারটায় তমলুক রামকৃষ্ণ মিশন ও মঠে মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল সাতটায় তমলুক রামকৃষ্ণ মিশন থেকে শোভাযাত্রা বের হয়ে তমলুক শহর পরিক্রমা করে।
শোভাযাত্রায় ছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভক্তরা। দুপুরে প্রায় ছয় হাজার ভক্তর জন্য থাকবে প্রসাদ। বিকেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ শে ফেব্রুয়ারি পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মদিন পালন করা হবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।
সব মিলিয়ে করোনা পরবর্তীকালে রামকৃষ্ণদেবের ভক্ত সমাবেশ এবং উন্মাদনা অনেকটাই বেশি।