Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় লোক আদালতের মাধ্যমে দীর্ঘদিনের বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য পূর্ব মেদিনীপুর জেলা আদালতে শুনানি

জাতীয় লোক আদালত সারা ভারতের পাশাপাশি শুরু হল তমলুক জেলা আদালতে। তমলুক, হলদিয়া এবং কাঁথি আদালতে এই লোক আদালত শুরু হয়েছে। তিনটি আদালত মিলিয়ে প্রায় ১৪৫২টি মামলার শুনানি হয় আজ। এই মামলা গুলির নিষ্পত্তির জন্য তমলুকে আটটি বেঞ্চ এ…



জাতীয় লোক আদালত সারা ভারতের পাশাপাশি শুরু হল তমলুক জেলা আদালতে। তমলুক, হলদিয়া এবং কাঁথি আদালতে এই লোক আদালত শুরু হয়েছে। তিনটি আদালত মিলিয়ে প্রায় ১৪৫২টি মামলার শুনানি হয় আজ। এই মামলা গুলির নিষ্পত্তির জন্য তমলুকে আটটি বেঞ্চ এবং কাঁথিতে আটটি বেঞ্চ এবং হলদিয়াতে একটি বেঞ্চের মাধ্যমে শুনানি হয়। তমলুকে আট হাজার মামলা এবং কাঁথিতে সাত হাজার মামলা এবং হলদিয়া তে দেড় হাজার মামলার শুনানি হয় আজ। এই জাতীয় লোক আদালত শুরু হওয়ার পরে তমলুকে বেঞ্চগুলি পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা জজ সুযশা মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন অন্যান্য জজ সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা। বহু মানুষ আজকে আদালতে উপস্থিত হয়ে এই জাতীয় লোক আদালতের মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে তৎপর হয়েছেন। জেলা জজ সুযশা মুখোপাধ্যায় জানিয়েছেন এই আদালত এর মাধ্যমে বহু লোক আজকে তাদের দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে নিতে পারবেন সহজেই। জেলার বিভিন্ন আদালতে এই মামলাগুলি দীর্ঘদিন ধরেই চলছিল। তিনি জানিয়েছেন আজ অন্তত ৫০% মামলার মীমাংসা হবে এমনটাই আশা করছেন তিনি।