Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনামঃঃআলো তবু অন্ধকারকলমেঃঃ সুব্রত সেনতাং২০/০২/২০২৩
দেখতে দেখতে কেটে গেল কত গুলো বছরবেঁচে থেকে দেখেছি পৃথিবীর আলো, তবু অন্ধকারগভীর আত্মগ্লানি নিয়ে বলতে হয়এ কেমন সিদ্ধান্ত নিয়েছিলেন পিতামহ ভীস্মকুরুক্ষেত্র কি …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনামঃঃআলো তবু অন্ধকার

কলমেঃঃ সুব্রত সেন

তাং২০/০২/২০২৩


দেখতে দেখতে কেটে গেল কত গুলো বছর

বেঁচে থেকে দেখেছি পৃথিবীর আলো, তবু অন্ধকার

গভীর আত্মগ্লানি নিয়ে বলতে হয়

এ কেমন সিদ্ধান্ত নিয়েছিলেন পিতামহ ভীস্ম

কুরুক্ষেত্র কি সত্য অপলাপের  এক ইতিহাস !

এ দেশে কোথায়  সেবা কোথায় মানব জাতির ধর্ম ৷

আজ যারা দাবি করে সমাজেরা মহান পণ্ডিত গুণিজন

তারাই তো  করে দেয় সমাজের ক্ষয় মানুষের হৃদয়

ন্যয় অন্যায়ের পথে নেই কোন আলাদা মানুষের পরিচয়৷

এ মাটির বুকে অরণ্যের সাথে নদী করে আলিঙ্গন

এখানেই কত পাশু পাখি কত কীট  পতঙ্গ

 আম জাম কাঁঠাল নিম বাবলার সাথে খেলে সারাদিন

এখানেই দ্রৌপদীর বস্ত্র হরণ,চুপ করে দেখে 

মাতা গান্ধারী পুত্র স্নেহ এমন..৷

এ মাটিতেই মৃত্যুর আগে হয় যে  মরণ...৷