Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে .....কবিতাআসুক ভোর বী রে ন  আ চা র্য্য ২১শে ফেব্রুয়ারি, ২০২৩
আসুক ভোর আমি দেখি সেই ভোর- আগুন রঙা ভোর, সূর্য পুব দিগন্তে -ভেসে আসা কান্নার উদ্বেলিত তরঙ্গ, আর-রক্ত নদীর স্রোত ;সেই ২১শের ভোর ।ফাগুনের ঝরা…

 


আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে .....

কবিতা

আসুক ভোর 

বী রে ন  আ চা র্য্য 

২১শে ফেব্রুয়ারি, ২০২৩


আসুক ভোর 

                 

আমি দেখি সেই ভোর- 

আগুন রঙা ভোর, সূর্য পুব দিগন্তে -

ভেসে আসা কান্নার উদ্বেলিত তরঙ্গ, আর-

রক্ত নদীর স্রোত ;

সেই ২১শের ভোর ।

ফাগুনের ঝরা পাতার দিনে 

পলাশের পাপড়ি ছুঁয়ে কতকগুলো লাশ ;

এক.....দুই ....তিন ....  চার ....  

প্রতীক্ষার ভারাক্রান্ত বাতাস ,

সচকিত অসংখ্য রক্তরেণুতে তোলে 

বেদনার্ত ঝংকার ;

রফিক , বরকত , জব্বার , সালাম 

শফিউর , অহিউল্লাহ - ।

বাতাসে ফেরে আজও সেই কান্না -

আজ আর সে জ্বালা নেই;

রক্তস্নান শেষে আমার ভাষা 

মাঠে সোনালী ধানশিষে চুয়ানো শিশিরে হাসে না ; 

হাসতে দিই না -

একবুক তৃপ্তিহীন তৃষ্ণা ;

হারিয়ে যাওয়া নিকোনো উঠোনে 

স্মৃতির তুলসী তলায় বাংলা মা কে খোঁজা ।

আজ ভুজঙ্গ ফণায় বিদ‍্যুৎ জিহ্বায় নিজের শব -             নিজেদের শব ;

নিখাদ সোনায় মোড়া কফিনে 

বিজাতীয় সুখে ঈশ্বর ফেলে চোখের জল,

নিবিড় অন্ধকারের বুক চিরে 

এক চিলতে আলো পড়ে -;

দেখি ক্রন্দনরতা জননী 

অসহায় ভাবে দু হাত বাড়িয়ে বলে -

" ওরে রফিক , বরকত , জব্বার , সালাম 

ঘুম থেকে ওঠ বাবা ! 

এখনো রয়েছে অনেক বাধা 

অনেক অবমাননা মাতৃদুগ্ধের -

ওরে ! চারিদিকে অশ্রদ্ধার পাহাড় ।

ওঠ বাবা ওঠ ! 

একটা ভোর আন্ ; 

সেই আগুন রঙা ভোর । "

      ---------×---------