সৃষ্টি সাহিত্য যাপনপ্রেম পরিযায়ী।কলমে অণিমা গুছাইত।
প্রেম পরিযায়ী
আসে খায় দায় ঘুমায় আবার উড়ে যায়
উড়ে যায় কোথায় জানি নাহয়তো বা পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকায় চীন জাপান।
প্রেম মুক্ত বদ্ধ নয় বন্ধী সে কোথাও বেশিদিন থাক…
সৃষ্টি সাহিত্য যাপন
প্রেম পরিযায়ী।
কলমে অণিমা গুছাইত।
প্রেম পরিযায়ী
আসে খায় দায় ঘুমায় আবার উড়ে যায়
উড়ে যায় কোথায় জানি না
হয়তো বা পৃথিবীর বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকায় চীন জাপান।
প্রেম মুক্ত বদ্ধ নয় বন্ধী সে কোথাও বেশিদিন থাকতে পারে না।
আমি প্রেম খুঁজে বেড়াই
জলে স্থলে আকাশী বাতাসে গাছে পাতায় ফুলে মানুষে প্রতিটি জীবে।
প্রেম খুঁজে বেড়ায় পাখির গানে বাতাসে শব্দে জলের শব্দে সূর্যের আলোয়।