Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

"এসো দগ্ধ হই ---সিরিজ"
অর্থনীতিরবিশংকর দাস।
জিতেন্দ্রিয় হতে চেয়ে থমকেদাঁড়াই! এখনওইন্দ্রিয়ের কাছে পরাধীন,এখনও যে অত্যল্প জোগান। আধ-পেটা মানুষটি নিরুপায়,এখনও নিরুপায় হয়ে নিরামিষাশী!
উৎপাদক, উপভোক্তা--- শব্দগুলোকঠিন লা…

 


"এসো দগ্ধ হই ---সিরিজ"


অর্থনীতি

রবিশংকর দাস।


জিতেন্দ্রিয় হতে চেয়ে থমকে

দাঁড়াই! এখনও

ইন্দ্রিয়ের কাছে পরাধীন,

এখনও যে অত্যল্প জোগান। 

আধ-পেটা মানুষটি নিরুপায়,

এখনও নিরুপায় হয়ে নিরামিষাশী!


উৎপাদক, উপভোক্তা--- শব্দগুলো

কঠিন লাগে...! তাই,

খুরপি হাতে নেমে আসি মাটিতে।

অবাক চোখে তাকিয়ে দেখি,

সেখানে এক বিজ্ঞানী

'গর্ভবতী গাছেদের, মায়েদের

চলাফেরার নিয়ম, 

প্রাথমিক প্রথা' নিয়ে ভাষণরত!


এখনও আমি অকপট

চোখ বুজে, কানে আঙুল তুলে

গুহায় ফিরে ফিরে আসি!


সব-বিষয়েরই নিয়ম থাকে,

জিতেন্দ্রিয় হতে চাওয়া তো এক

কঠিন অনুশীলন! 

প্রথমে তো প্রেম চাই, চাই 

তৃণমূলেও অর্থনীতির সোঁদা গন্ধ নেওয়া।।