সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : একুশে ফেব্রুয়ারি কলমে : শক্তিপদ ঘোষ তারিখ : ২১ , , ০২ , ২০২৩
বাংলা আমার মায়ের ভাষা , বাংলা আমার প্রথম পাঠে ,বাংলাতে কেঁদে চোখ মেলেছি , বোল ফুটেছে 'মা' ডাকে ;আমার দেহের রক্তকণিক…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : একুশে ফেব্রুয়ারি
কলমে : শক্তিপদ ঘোষ
তারিখ : ২১ , , ০২ , ২০২৩
বাংলা আমার মায়ের ভাষা , বাংলা আমার প্রথম পাঠে ,
বাংলাতে কেঁদে চোখ মেলেছি , বোল ফুটেছে 'মা' ডাকে ;
আমার দেহের রক্তকণিকায় মিশে আছে মা'র ভাষা ,
এই ভাষার দাঁড়ে আঁধার ভেঙে দেখেছি উত্তমাশা ।
বাংলায় আমি স্বপ্ন দেখি, আমি এই বাংলায় বাঁধি বুক ,
বাংলায় কেটেছে শিশুবেলা, মাঠে হুল্লোড়-ভরা সুখ ;
মৌমাছিরা বনে বাগিচায় ওঠে বাংলায় গুনগুনি' ,
এই বাংলার তুলিতে রং ধরেছে বসন্ত ফাল্গুনী ।
বাংলার চিত্রপটে বাদলের মেঘ জমে ভারা ভারা ,
মেঘহীন চুপ আকাশে দীপ হয়ে জ্বলে সন্ধ্যাতারা ;
এই বাংলার মিঠে সুরে মাঝি ভাটিয়ালি যায় গেয়ে ,
ভিড় করি এসে সব্বাই বাউল-কণ্ঠে গান শুনতে পেয়ে ।
বাংলার জন্যে বাঙালী আমরা কতটা যেতে পারি ,
দেখিয়ে দিয়েছে বিশ্বকে একুশে ফেব্রুয়ারি ;
একুশে ফেব্রুয়ারি নয় শুধু আর , দিনের একটি নাম ,
দিকে দিকে যায় হেঁকে শিকল ভাঙার সুদৃঢ় ফরমান ।
বুঝিয়েছে সে মা'র অসম্মান হয় কেমন করে রুখতে ,
কত দামাল ছেলে বাংলা মায়ের প্রাণ দিয়েছে যুদ্ধে ;
বাংলা ভাষার সঙ্গে বাঙালীর যোগটা যে কতখানি ,
ইতিহাস গড়ে বুঝিয়ে গেছে রক্তের বলিদানি ।
একুশে ফেব্রুয়ারি বাঙালীর গাওয়া মহামুক্তির গান ,
রক্তবীণায় যেমনটা গায় রফিক জব্বার বরকত সালাম ;
এই একুশ তোমার আমার , বহু চোখের জলেতে ধোয়া ,
বহু মায়ের বুকের থেকে বহু রত্ন গেছে খোয়া ।
সেই সব রত্ন আমাদের অহঙ্কারে থাকবে চিরকাল ,
প্রেরণা দেবে দু'হাতে সরাতে পৃথিবীর জঞ্জাল ;
বিশ্ব-আকাশে সেই তারা ধ্রুবতারা হয়ে জ্বলবে,
এই একুশের কথা বিশ্ব কোটি কোটি মুখে বলবে ।
--------------------------------------------------------------------