বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী সাম্য মৈত্র ঐক্যের মূর্ত প্রতীক শ্রী চৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব দিবস শুক্রবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার জয় নিতাই গৌড…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী সাম্য মৈত্র ঐক্যের মূর্ত প্রতীক শ্রী চৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব দিবস শুক্রবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার জয় নিতাই গৌড় আশ্রমে শ্রীচৈতন্য আবির্ভাব তিথি, দোল উৎসব এবং আশ্রম প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উদযাপন শুরু হল নগর পরিক্রমার মধ্য দিয়ে। শ্রীচৈতন্যের লীলা কীর্তন ভক্তি মূলক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় বলে জানান আশ্রমে সম্পাদক কল্যান সামন্ত। ভক্ত প্রাণ মানুষদের ভগবত গ্রন্থ প্রদান, দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র প্রদান, দুঃস্থ বয়স্কদের সুদৃশ্য স্টিলের লাঠি তুলে দেওয়া হয়।