Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন রবের  হুকুম সেখ লিয়াকত১৮,০৩,২৩
কার ইশারায় সোনা রবিরোজ উঠে ভাই  পূবে,নিয়ম করে দিনের শেষে যায় যে আবার ডুবে ।
চন্দ্র সূর্য গ্রহ তারা ভাসে গগন  মাঝে,কার হুকুমে বন-বনানী ফুলে ফলে সাজে ।
অবুঝ পাখি বাসায় ফিরে সাঙ্গ …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

রবের  হুকুম 

সেখ লিয়াকত

১৮,০৩,২৩


কার ইশারায় সোনা রবি

রোজ উঠে ভাই  পূবে,

নিয়ম করে দিনের শেষে

 যায় যে আবার ডুবে ।


চন্দ্র সূর্য গ্রহ তারা 

ভাসে গগন  মাঝে,

কার হুকুমে বন-বনানী 

ফুলে ফলে সাজে ।


অবুঝ পাখি বাসায় ফিরে 

সাঙ্গ হলে বেলা,

কার হুকুমে জোয়ার-ভাটা

নিত্য চলে খেলা ।


কার হুকুমে দমের বাতাস 

যায় যে হঠাৎ থেমে,

কেমন করে পাহাড় থেকে 

ঝর্ণা আসে নেমে।


দয়াল প্রভুর নিজের হাতে 

বিশ্ব ভুবন গড়া,

তার হুকুমে জন্ম  জীবের 

তার হুকুমে মরা ।