অণু কবিতা
কবিতা :---ঝরাপাতার কান্নাকলমে:---বামাপদ মণ্ডলতারিখ:---১৮/০৩/২০২৩
ঝরাপাতার ক্রন্দন বসন্তের দখিনা বাতাসে,ধূলায় লুটায়ে নয়নের অশ্রুধারায় ভাসে।বৃক্ষ তরুলতার নাড়ির মায়ার বাঁধন ছিঁড়ে,নতশিরে অনাদরে অবহেলায় গেল ঝরে।
নবপল্ল…
অণু কবিতা
কবিতা :---ঝরাপাতার কান্না
কলমে:---বামাপদ মণ্ডল
তারিখ:---১৮/০৩/২০২৩
ঝরাপাতার ক্রন্দন বসন্তের দখিনা বাতাসে,
ধূলায় লুটায়ে নয়নের অশ্রুধারায় ভাসে।
বৃক্ষ তরুলতার নাড়ির মায়ার বাঁধন ছিঁড়ে,
নতশিরে অনাদরে অবহেলায় গেল ঝরে।
নবপল্লবের আগমনে মুখরিত বিটপী কানন,
ব্যথিত ধূলিমাখা ঝরাপাতার মলিন আনন।
ক্রন্দনময় হৃদয়ে বিলীন অজানার ভিড়ে।
প্রেমহীন অন্তরে কর্দমাক্ত বেদনার বালুচরে।