Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি যাপন সাহিত্য শিরোনাম -বয়ঃসন্ধিকালকলমে-রাণু বর্মণতারিখ-১৭/৩/২৩
দশ থেকে উনিশ কিশোর কিশোরীদের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যায় ।কৈশোরের অলিন্দে যৌবনের হাতছানি পরিবর্তিত জীবন বেলায় পদচারণা ।মানসিক ও শারীরিক বিকাশের সাথে বন্…


 সৃষ্টি যাপন সাহিত্য 

শিরোনাম -বয়ঃসন্ধিকাল

কলমে-রাণু বর্মণ

তারিখ-১৭/৩/২৩


দশ থেকে উনিশ কিশোর কিশোরীদের মধ্যে

 নানা রকম পরিবর্তন দেখা যায় ।

কৈশোরের অলিন্দে যৌবনের হাতছানি 

পরিবর্তিত জীবন বেলায় পদচারণা ।

মানসিক ও শারীরিক বিকাশের সাথে বন্ধু-বান্ধবের প্রতি আকর্ষণ বাড়ে।

 কৈশোর মন আয়নার সামনে দাঁড়িয়ে 

নিজেকে সাজিয়ে তোলে মনের রঙে। 

বাবা মায়ের দৃষ্টির অগোচরে

বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে ।

বন্ধুর প্রতি আকর্ষণে বিপদগামীতায় 

লক্ষ্যচ্যুত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়।

অনাড়ম্বর যৌবনের চক্রবূহ্যে ঘিরে ফেলে মন,

স্বপ্ন যেন কথা বলে দ্রুতলয়ে।

 বাবা-মাকে বন্ধু হয়ে উঠতে হবে ;

জীবনের এই দুর্গম পথে

 কৈশোর আর যৌবনের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে ভারসাম্য রাখতে হবে শক্ত হাতে। 

ভুল কে ভুল- ঠিককে ঠিক দেখানোর মত পারিপার্শ্বিক ও পারিবারিক রূপরেখায় 

 সমাজ চেতনায় দেখাতে হবে জীবনের পথ,

তবেই আগামী পাবে এক সুস্থ্য সমাজ।