Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি যাপনশিরোনাম - ফিনিক্স কলমে- বাসুদেব ঘোষ১৭/৩/২০২৩বসন্তে সারা উঠোন জুড়ে ফুল ফুটেছে ওই,রূপের বন্যা উথল আঁখি কোথায় আমি যাই!ফুলের কলি অলিগলি মাতাল হলো অলি,ফুল ফুটায় মৌমাছি সব নেইকো ফুলের অলি।পলাশ শিমুল ছড়ায় ফাগ। …

 


সৃষ্টি যাপন

শিরোনাম - ফিনিক্স 

কলমে- বাসুদেব ঘোষ

১৭/৩/২০২৩

বসন্তে সারা উঠোন জুড়ে ফুল ফুটেছে ওই,

রূপের বন্যা উথল আঁখি কোথায় আমি যাই!

ফুলের কলি অলিগলি মাতাল হলো অলি,

ফুল ফুটায় মৌমাছি সব নেইকো ফুলের অলি।

পলাশ শিমুল ছড়ায় ফাগ। ধুম লেগেছে ফাগুনে,

পাগল হয়ে কোকিল ডাকে মরে রূপের আগুনে।

চাঁদের আলোয় ফিনিক ফোটে শালুক জাগে রাত,

বাঁকা নয়ন মুচকি হাসি যুগলপ্রেমে মাত।

ঘোর মাতাল মউলরাণী ভূমে লুটায় ভোরে,

রসে ভরা টইটম্বুর ধরতে যেওনা জোরে।

বৈশাখের সেই হালখাতাটা চৈত্রে মরণ তার,

প্রেম ছাড়া এই জগতে কী বা আছে আর!

শাখে শাখে কোকিল ডাকে জানান দিচ্ছে ঐ

এসো এসো আমরা সবাই ফিনিক্স হয়ে যাই।