সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-গোধূলি বেলার ছবিকলমে-শিবানী সাহাতারিখ:-১৯/০৩/২০২৩
দিনের সূর্য ঢলে পড়েশান্ত নদীর জলে,মাঝ নদীতে তরী বেয়েমাঝি এগিয়ে চলে।
অস্তরাগের লাল আভাবড় মনোরম লাগে,অপূর্ব এই গোধূলির দৃশ্যঅন্তরে প্রশান্তি জাগে।
দিনের…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:-গোধূলি বেলার ছবি
কলমে-শিবানী সাহা
তারিখ:-১৯/০৩/২০২৩
দিনের সূর্য ঢলে পড়ে
শান্ত নদীর জলে,
মাঝ নদীতে তরী বেয়ে
মাঝি এগিয়ে চলে।
অস্তরাগের লাল আভা
বড় মনোরম লাগে,
অপূর্ব এই গোধূলির দৃশ্য
অন্তরে প্রশান্তি জাগে।
দিনের শেষে ফিরবে মাঝি
আপন জনের মাঝে,
নিত্য দিনের কর্ম এটা
সকাল থেকে সাঁঝে।
আলো ফুরিয়ে নামবে আঁধার
এই ধরনীর বুকে,
ঘুমের দেশে যাবো সবাই
চিন্তা ভুলে মনের সুখে।