Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

,,,,,,,,ভেঙে দোষের তালা,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,পদ্য কবিতা,,,,,,,,,,,,,,, ,,,,ফারুক আহমেদ বিটিভি,,,, তারিখ ১৯/০৩/২০২৩খ্রিস্টাব্দ
কেমন যেন হ'য়ে গেছে, দরদ মনের জাতি,কেউ কারো সুখে দুঃখে,হতে চায়না সাথী। 
কর্জ দেয় না ঝগড়ার ভয়ে, …

 


,,,,,,,,ভেঙে দোষের তালা,,,,,,,, 

,,,,,,,,,,,,,,,,,পদ্য কবিতা,,,,,,,,,,,,,,, 

,,,,ফারুক আহমেদ বিটিভি,,,, 

তারিখ ১৯/০৩/২০২৩খ্রিস্টাব্দ


কেমন যেন হ'য়ে গেছে, 

দরদ মনের জাতি,

কেউ কারো সুখে দুঃখে,

হতে চায়না সাথী। 


কর্জ দেয় না ঝগড়ার ভয়ে, 

ভেজালের ভয়ে ভাঙতি;

চাক্ষুষ দেখে সাক্ষী দেয়না,

ভয় বিপদের ভোগান্তি। 


নোংরা মনের ভাবনা যত,

মানুষ নিয়ে ভাবে;

পরোপকার দূরের কথা, 

চলে নিজের লাভে।


চুকলি করতে ভালো লাগে, 

ভেঙে দিতে বিয়ে;

পাড়ার মানুষ আতঙ্কে থাকে,

লোকটির হিসাব নিয়ে। 


আমার কথা শুনতেই হবে!

যা বলি তাই বাণী ;

ধনী গরীব নারী পুরুষ, 

আমিই কেবল মানী।


কলির যুগের "অলী"' আমি

ঝগড়া বিবাদ বাধাই, 

অসহায় অনাথ নিরীহ রোগী, 

এতিম বিধবা কাঁদাই। 


আমার কথার ব্যতিক্রম হলে,

লাগিয়ে দেবো গুণ্ডা ;

চলবে সবাই আমার কথায়, 

নতুবা হবেই টুণ্ডা।


পরের ঘরে শান্তি দেখে,

নিজের গায়ে জ্বালা;

ফিরে আনবো মানবিক গুণ, 

ভেঙে দোষের তালা। 


,,,,,,,,,,,,,,,,,,,,,ভাবান্তর,,,,,,,,,,,,,,,,, 

তারিখ ১৯মার্চ২০২৩খ্রিঃ