সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - অণুগল্পশিরোনাম - অনুতাপের অশ্রু কলমে - গৌতম তরফদারশব্দসংখ্যা - ১৫০তারিখ - মার্চ' ১৮, ২০২৩
" যেদিন আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াব সেদিন থেকে তিন মাসের মধ্যে তোমাকে বিয়ে করব "।
…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - অণুগল্প
শিরোনাম - অনুতাপের অশ্রু
কলমে - গৌতম তরফদার
শব্দসংখ্যা - ১৫০
তারিখ - মার্চ' ১৮, ২০২৩
" যেদিন আমি চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াব সেদিন থেকে তিন মাসের মধ্যে তোমাকে বিয়ে করব "।
বার্ণিক কথা দিয়েছিল প্রেমিকা ভবিষ্যাকে। কয়েকটা বছরের বার্ণিকের আপ্রাণ চেষ্টা নিষ্ফলে গেল। বেশিরভাগ সহপাঠীরা চাকরি পেয়েছে। কিন্তু বার্ণিক আজও বেকার।
কেন্দ্রীয় ও রাজ্যসরকারে দপ্তরগুলির চাকরির পরীক্ষা পরপর দিয়েই চলেছে। সাফল্যও আসেনি, আবার হালও ছাড়েনি।
এদিকে ভবিষ্যাকেও ধরে রাখতে পারেনি। বাড়ির প্রচণ্ড চাপাচাপিতে অন্যকে বিয়ে করতে হয়েছে চোখের জল নিয়ে। অষ্টমঙ্গলাতে আসার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হয়। 'সর্বনাশী' তকমা নিয়ে বাবার বাড়িতেই পুনরায় ঠাঁই হয়।
আজ বার্ণিকের ছত্রিশতম চাকরির পরীক্ষার ফল প্রকাশিত হল। রাজ্যসরকারের অধীনস্থ সংস্থায় নিরীক্ষক পদের জন্য পরীক্ষা দিয়েছিল। অবশেষে চাকরি পেল।
ইচ্ছেপূরণ হল। কিন্তু বড্ড দেরিতে। মাকে সঙ্গে নিয়ে সোজা ভবিষ্যাদের বাড়িতে হাজির। সকলের সামনের হাঁটু গেড়ে ভবিষ্যার দু'হাত ধরে বলল বার্ণিক :
" আমি চাকরি পেয়ে গেছি ভবিষ্যা। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন। তোমায় কথা দিয়েছিলাম, আজ পূরণ করতে এসেছি। আমায় বিয়ে করবে? "
বার্ণিকের মা আশীর্বাদ করলেন। ভবিষ্যার চোখেমুখে খুশির ঝলক, কিন্তু দু'চোখে অনুতাপের অশ্রু।
______// বুদ্ধুরাম