বাবলু বন্দোপাধ্যায়। তমলুকভারতবর্ষ রাম ছাড়া অসম্পূর্ণ। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রামচন্দ্র বিরাজ করছে এখন যারা জয় শ্রীরাম বলছে না একদিন তাদেরকে বলতে হবে জয় শ্রী রাম বলে জানালেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সুকান্ত ম…
বাবলু বন্দোপাধ্যায়। তমলুক
ভারতবর্ষ রাম ছাড়া অসম্পূর্ণ। লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে রামচন্দ্র বিরাজ করছে এখন যারা জয় শ্রীরাম বলছে না একদিন তাদেরকে বলতে হবে জয় শ্রী রাম বলে জানালেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা শ্রীরাম নবমী উৎসব সমিতির পক্ষ থেকে রামনবমী উৎসবের উদ্বোধন করতে এসে বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে জানান জাতিকে জাগাতে গেলে ঘরে ঘরে রামকে পুজো করতে হবে। রাম সবার মধ্যে আছে। বক্তব্যে আরও প্রকাশ সনাতন ধর্মকে বিশ্বাস করেই আমাদের কে এগিয়ে যেতে হবে।
রাম ত্যাগ তিতিক্ষার ভালবাসার প্রতীক। সংগঠন কাকে বলে রামকে দেখে শিখতে হবে। সীতাকে উদ্ধারের সময় হনুমানদের সংগঠন করে যেভাবে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিল তা আজও চিরস্মরণীয়।
সাংবাদিকদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিতে গিয়ে জানান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন পশ্চিমবঙ্গ একদিন রাম রাজ্য হবেই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়েক, জেলা সভাপতি তপন ব্যানার্জি, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক নারায়ণ মাইতি, বামদেব গুছাইত প্রমুখ