Page Nav

HIDE

Post/Page

May 21, 2025

Weather Location

Breaking News:

পূর্ব মেদিনীপুরের মেছেদা শান্তিপুর এলাকায় দলীয় কর্মীদের সাথে দোল উৎসবে বিজেপি কেন্দ্রীয় নেতা সাংসদ দিলীপ ঘোষ

দোলের দিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় আবির নিয়ে মাতলেন দিলীপ ঘোষ। মেচেদার শান্তিপুরে ভবতারিণী মন্দির এবং হরি মন্দিরে পুজো দিয়ে কর্মী সমর্থকদের সাথে আবির খেললেন তিনি। তারপর মিষ্টিমুখ করলেন সকলের সাথে। মেচে…



দোলের দিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলায় আবির নিয়ে মাতলেন দিলীপ ঘোষ। মেচেদার শান্তিপুরে ভবতারিণী মন্দির এবং হরি মন্দিরে পুজো দিয়ে কর্মী সমর্থকদের সাথে আবির খেললেন তিনি। তারপর মিষ্টিমুখ করলেন সকলের সাথে। 

মেচেদার হোলির অনুষ্ঠানে এসে অনুব্রত প্রসঙ্গে বলেন অনুব্রত মণ্ডল লস্যি খাবেন দিল্লিতে গিয়ে, ওখানে সুখেই থাকবেন, কিন্তু মমতা ব্যানার্জির চিন্তা বীরভূমে ভোট করাবে কি করে সেই জন্য আটকানোর চেষ্টা করছে অনুব্রতকে।


ডিএ নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ । তিনি বলেন মুখ্যমন্ত্রী মাথা নিয়ে কি চচ্চড়ি হবে। মানুষ ডিএ পাচ্ছে না।