Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লেখিকা মিঠু ভট্টাচার্য -এর কলমে নারী

নারী,,,,কলমে,, মিঠু ভট্টাচাৰ্য👩‍✈️👩‍🔬👩‍⚕️👩‍🔧👩‍🏭👩‍🚒👩‍🌾👩‍🏫👩‍🎓👩‍💼👩‍⚖️👩‍💻👩‍🎤👩‍🎨👩‍🍳🧕নারী তুমি জীবনকলা সভ্যতা সংস্কৃতির ধারক,,জীবন আধার অস্তিত্ব সৃষ্টি সত্তার পালক।।কোমল কঠোরা, দুর্বল নয়, শক্তিধারী তুমি,,মুক…

 


নারী,,,,

কলমে,, মিঠু ভট্টাচাৰ্য

👩‍✈️👩‍🔬👩‍⚕️👩‍🔧👩‍🏭👩‍🚒👩‍🌾👩‍🏫👩‍🎓👩‍💼👩‍⚖️👩‍💻👩‍🎤👩‍🎨👩‍🍳🧕

নারী তুমি জীবনকলা সভ্যতা সংস্কৃতির ধারক,,

জীবন আধার অস্তিত্ব সৃষ্টি সত্তার পালক।।

কোমল কঠোরা, দুর্বল নয়, শক্তিধারী তুমি,,

মুক্ত আকাশে বিহঙ্গ যেন নভ কে চাও চুমি।।

রামধনুময় জীবনে নারী সহস্র রঙের বাহার,,

শিক্ষা সেবা নীতি প্রযুক্তি কর্মে পথ প্রদর্শক সবার।।

মাতৃরূপে নবজন্ম মৃত্যু যন্ত্রনা করে তুচ্ছ,,

বিশ্বে যাহা মহা কল্যাণকর নারীর মধ্যে স্বচ্ছ।।

অভয়াশক্তি শৌর্যে বীর্যে মমতাময়ী নারী,,

নৃত্য গীত শিল্পে সংস্কারে মহান সৃষ্টিধারী।।

নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে,,

সীতা দ্রৌপদী জন্ম নেয় যে সুজলা সুফলে দেশে।।

নারী ছুঁতে পারে পাহাড় আকাশ মহাকাশ দেয় পাড়ি,,

ঝাঁসির রানী পদ্মাবতী কল্পনা চাওলার পথ ধরি।।।

জঠর জ্বালায় কয়লা খাদানে শ্রমিক, ধাত্রী মা,,

রাষ্ট্রপতির মুকুট মাথায় নারী তুমি অনন্যা।।

নিজের কথা বলতে জানে, ভাঙে তিন তালাকের গন্ডি,,

সাঁঝবেলার পিদিম নারী, ভোরের কুসুম গ্রন্থি।।

কলমে হাতে, পাক শালায় উড়ো জাহাজের পথটি ধরে,,

সেবিকা রূপে আর্তের পাশে সমাজ নারীকে স্মরণ করে।।

সপ্তসুরের গানটি বাঁধে ধন্য সে বিদুষী,,

আইনি লড়াই ফৌজি রূপে চালনা করে অসি।।।

পথের ধারেও অন্নপূর্ণা নারী অন্নকুট টি রাঁধে,,,

পথশিশুরে লালনে পালনে বুকেতে রাখিয়া বাঁধে।।।

সতীর পীঠ একান্নটি শাস্ত্রে আছে কথিত,,,

নারীর দেহে প্রণম্য সেই পীঠ অবস্থিত।।।

চন্ডী কালী দূর্গা লক্ষী সরস্বতী রূপ ধরি,,

যুগে যুগে নমস্য কন্যা ভগ্নি জায়া মাতা নারী।।।

অন্ধসমাজ ধর্মান্ধতা কুসংস্কারের বলি,,,

নারীর সহণ শক্তির স্পর্ধা দেখেছে এ ঘোর কলি।।।

স্বাস্থ্য নেতৃত্ব শিক্ষা একতা শান্তি সমতার অধিকারে,,

আমেরিকায় ক্লারা জেটকিন এর নারী দিবসে প্রতিবাদের ঝড়ে।।।

তদবধি আজকের দিন নারী দিবস মানি,,

যুগে যুগে প্রতিদিন ই মোরা নারীর দিবস জানি।।।

অজেয় অপরাজিতা শ্রেষ্ঠা তুমি সমাজে সংসারে,,,

অবমানিতা নারী যে সমাজে অবক্ষয় সে ঘরে।।।

সম্মান করো পার্শ্ব এ রাখো সংকটে সম্পদে,,,

রবি ঠাকুরের ভাষায় বলি অগ্নিশিখা এই নারী জাতিবাদে।।।।

🙏🙏🙏🙏🙏🙏🙏