৮ মার্চ বিশ্ব নারী দিবস। মহিলাদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনটিকে স্মরণ করতে তাম্রলিপ্ত পৌরসভা থেকে পদযাত্রা শুরু হয়। তমলুক শহর পরিক্রমা করে পাতাল মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে পদযাত্রা শেষ হয়। তাম্রলি…
৮ মার্চ বিশ্ব নারী দিবস। মহিলাদের কাছে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনটিকে স্মরণ করতে তাম্রলিপ্ত পৌরসভা থেকে পদযাত্রা শুরু হয়। তমলুক শহর পরিক্রমা করে পাতাল মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে পদযাত্রা শেষ হয়। তাম্রলিপ্ত পৌরসভার কুড়িটি ওয়ার্ড থেকে প্রায় দুই হাজার মহিলা এই পদযাত্রায় পা মেলায়। মহিলারা সমাজে লাঞ্চিত বঞ্ছিত হচ্ছে তাই মহিলাদের সমান অধিকারের দাবিতে বিশ্ব নারী দিবসের পদযাত্রা পা মেলালেন তাম্রলিপ্ত পৌরসভা এলাকার মহিলারা। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন তমলুক শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বৈশাখী মাইতি পয়ড়্যা, তৃণমূল সভানেত্রী সুফিয়া বেগম, এসসি এসটি মহিলা সেলের সভানেত্রী তৃপ্তি বর্মন খাড়া। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাড়া সহ তাম্রলিপ্ত পৌরসভার একাধিক কাউন্সিলররা।