বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবর্তমান সাহিত্যের গতি প্রকৃতির বিষয় নিয়ে মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতি দূরে বাসন্তী পূজা উপলক্ষে তরুণ সংঘের ব্যবস্থাপনায় সাহিত্য সম্মেলনের আয়োজন করা সোমবার। এই সাহিত্য বাসরে নবাগ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বর্তমান সাহিত্যের গতি প্রকৃতির বিষয় নিয়ে মেচেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতি দূরে বাসন্তী পূজা উপলক্ষে তরুণ সংঘের ব্যবস্থাপনায় সাহিত্য সম্মেলনের আয়োজন করা সোমবার। এই সাহিত্য বাসরে নবাগত সাহিত্যিকরা উপস্থিত হয়ে সাহিত্য চর্চার বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরেন। উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, প্রশান্ত শেখর ভৌমিক, সমরেশ বেরা, প্রাবন্ধিক বিভাস মন্ডল, আব্দুল মান্নান, অনিল সামন্ত, রমেশ চন্দ্র বেরা । সঞ্চালনা করেন দিবাকর মল্লিক।