Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্রাম্যমান পশু চিকিৎসালয় প্রাণীপালকদের স্বার্থে চালু করা হচ্ছে কোলাঘাট ব্লকে

বাবলু  বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাট
কোলাঘাট প্রানী সম্পদ বিকাশ দফতরের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায়  ব্লকের প্রাণী পালকদের স্বার্থে ভ্রাম্যমান পশু  চিকিৎসালয় চালু হচ্ছে বলে জানালেন  মঙ্গলবার কোলাঘাট অফ…



বাবলু  বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাট


কোলাঘাট প্রানী সম্পদ বিকাশ দফতরের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায়  ব্লকের প্রাণী পালকদের স্বার্থে ভ্রাম্যমান পশু  চিকিৎসালয় চালু হচ্ছে বলে জানালেন  মঙ্গলবার কোলাঘাট অফিসে  ব্লকের বিএলডিও স্বপন কুমার জানা। কোলাঘাট ব্লকের ১৩ টি অঞ্চলের প্রত্যেকটি স্থানে এই ভ্রাম্যমান চিকিৎসালয়টি পরিষেবা দেবে বলে জানান। উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট ব্লক  প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এর আগে বেশ কয়েকটি  প্রাণী পালকদের স্বার্থে  বিভিন্ন প্রকল্পমূলক কাজের পরিষেবা দিয়েছে।  সেই সঙ্গে তিনি আরো জানান একটি হেডলাইন নম্বর ও চালু করা হচ্ছে, যখন কোন প্রাণী পালক সমস্যায় পড়বে এই হেল্পলাইন নম্বরে ফোন করলে পরিষেবা  পাবে  প্রাণীপালকরা।