Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ মিনার সকলের, শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানানো ফুল দেওয়া সকলেরই অধিকার তৃণমূলও আসুক ফুল দিক তাতে আপত্তি কোথায়!! এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে এটাই পরিতাপের বিষয় বললেন শুভেন্দু।

শহীদ মিনার সকলের, শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানানো ফুল দেওয়া সকলেরই অধিকার তৃণমূলও আসুক ফুল দিক তাতে আপত্তি কোথায়!! এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে এটাই পরিতাপের বিষয় বললেন শুভেন্দু।
বললেন কলকাতার পরে নন্দীগ্রামের এই সউচ্চ শহীদ মিনার…

 


শহীদ মিনার সকলের, শহীদ স্তম্ভে শ্রদ্ধা জানানো ফুল দেওয়া সকলেরই অধিকার তৃণমূলও আসুক ফুল দিক তাতে আপত্তি কোথায়!! এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে এটাই পরিতাপের বিষয় বললেন শুভেন্দু।


বললেন কলকাতার পরে নন্দীগ্রামের এই সউচ্চ শহীদ মিনার, এখানে শ্রদ্ধা জানানোর জন্য হাইকোর্টে যেতে হবে কেন!!! সবাইকে আহ্বান জানালেন শুভেন্দু। আসুন না সবাই ফুল দিন কার অসুবিধা আছে বললেন শুভেন্দু। তৃণমূল কংগ্রেস শাসক দল পুলিশ তাকে অগ্রাধিকার দিচ্ছে দিক সকালে তারা মালাদিক ফুল দিক শ্রদ্ধা জানান আমরা তারপরে নাহয় দেব বললেন শুভেন্দু। এর জন্য হাইকোর্টে কেন যেতে হবে!! নন্দীগ্রামের সোনাচূড়ার শহীদ মিনার শুভেন্দু অধিকারীর শহীদ মিনার নামে পরিচিত সেই মিনারে তৃণমূল এসে শ্রদ্ধাজনক বললেন শুভেন্দু। এতে অসুবিধা কোথায়! এটাও বললেন শুভেন্দু।


পরের বছর এই দিনে আসবো, দেখব ভাইপো বাইরে থাকে না জেলে থাকে বললেন শুভেন্দু।