Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্থায়ী জল নিকাশী সমাধান থেকে বঞ্চিত পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের মানুষজন।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার শতাধিক মৌজার জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে ১৯৭৫ সালে সেচ দপ্তর দেনান দেহাটি জল নিকাশি প্রকল্প গ্রহণ করলেও ৪৭ বছর পরও আজও তার পূর্ণাঙ্গ রুপায়ন হ…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকার শতাধিক মৌজার জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধানে ১৯৭৫ সালে সেচ দপ্তর দেনান দেহাটি জল নিকাশি প্রকল্প গ্রহণ করলেও ৪৭ বছর পরও আজও তার পূর্ণাঙ্গ রুপায়ন হলো না। ফলস্বরূপ প্রতিবছর এলাকার কয়েক হাজার মানুষকে জলবন্দী পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। ভুক্তভোগী মানুষদের স্বার্থে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে পাঁশকুড়া এক ও দুই সাব ডিভিসনের এসডিওর নিকট দ্রুত পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য ডেপুটেশন ও স্মারকলিপিও দিল শুক্রবার। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও সভাপতি গোপাল সামন্ত। সমস্যা সমাধানে বেশ কয়েকটি দাবিও রাখা হয়েছে ওই স্মারকলিপিতে বরদাবাড়ে দেনান ও দেহাটি খাল সংযোগের মাধ্যমে জল নিকাশি প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পুকুরের জল দেনান খালে ফেলানো বন্ধ, নিকাশি খাল গুলির দুপাশে যে গাছ লাগানো হচ্ছে তা দূরত্ব বজায় রাখা, জমে থাকা কচুরিপানা পরিষ্কার সহ খালের মধ্যে ও বাঁধে অবৈধ কাঠামো নির্মাণে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ওই সারকলিপিতে। সামনে বর্ষা সংস্কার না হলে দুই ব্লকের বেশ কয়েক হাজার মানুষ পুনরায় জলযন্ত্রণার মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেচ দপ্তরের পাঁশকুড়া এক সাব ডিভিশনের এসডিও নাজেস আফরোজ ২ সাব ডিভিশনের এসডিও অভিনব মজুমদার স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবিগুলির যৌথিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।