পূর্ব মেদিনীপুরঃ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বৃদ্ধির দাবিতে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বন্ধ বা পেন ডাউন কর্মসূচি গ্রহন করা হয়। সেই কর্মসূচি সেভাবে প্রভাব লক্ষ্য করা যায়নি। আর পাঁচটা দিনের মতো এদিনও স্কুল, কলেজ সহ সরকারি প্রত…
পূর্ব মেদিনীপুরঃ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বৃদ্ধির দাবিতে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বন্ধ বা পেন ডাউন কর্মসূচি গ্রহন করা হয়। সেই কর্মসূচি সেভাবে প্রভাব লক্ষ্য করা যায়নি। আর পাঁচটা দিনের মতো এদিনও স্কুল, কলেজ সহ সরকারি প্রতিষ্ঠান খোলা ছিলো।
পঠনপাঠন,মিড ডে মিল,সব কিছুই স্বাভাবিক নিয়মেই হয়েছে। কয়েকটি জায়গায় প্রতিবাদকারিরা রাস্তায় নেমে প্রতিবাদ যেমন জানায় তেমনি পড়ুয়াদের পঠনপাঠনের কথা ভেবে অধিকাংশই স্কুলে আসেন।জেলার বিভিন্ন স্কুল কলেজের খোলা থাকার ছবি যেমন ধরা পড়েছে তেমনি পুরসভা গুলিতে সরকারি কর্মচারীদের উপস্থিতির হার ছিলো চোখে পড়ার মতো। তাম্রলিপ্ত পৌরসভা অন্যান্য দিনের মতো কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
স্বাভাবিক কাজকর্ম করছিল পৌরসভার কর্মীরা। পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে কর্মীদের সংখ্যা ছিল অনেক বেশি, যদিও জেলাশাসকের দপ্তরের সামনে ধর্মঘটের সমর্থনে স্লোগান তোলেন সংগ্রামী যৌথ মঞ্চ।