Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খাল সংস্কারের উদ্যোগ নেই, জলের জন্য বীজ তোলা নষ্ট, কয়েক বিঘা চাষ করার ক্ষেত্রে বঞ্চিত চাষিরা কোলাঘাটে

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাটের রূপনারায়ণ নদ থেকে জোয়ার জল টোপা ড্রেনেজ খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সংশ্লিষ্ট এলাকার বিঘার পর বিঘা জমি চাষ হয়ে থাকে। এবারের টোপা ড্রেনেজ খাল দিয়ে জল না আসার ফলে কোলাঘাট ব্লকের …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

কোলাঘাটের রূপনারায়ণ নদ থেকে জোয়ার জল টোপা ড্রেনেজ খালের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সংশ্লিষ্ট এলাকার বিঘার পর বিঘা জমি চাষ হয়ে থাকে। এবারের টোপা ড্রেনেজ খাল দিয়ে জল না আসার ফলে কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের পরমানন্দপুর, যদুপুর সহ কয়েকটি মৌজায় চাষিরা চাষ করতে পারল না বলে অভিযোগ চাষীদের। মাঠে বীজতলা তৈরি করেছিল চাষীরা চাষ করার জন্য ,জল না আসায় রোপনের জন্য জমি তৈরি করে উঠতে পারেনি। সংখ্যাটা একদিকে দুই বিঘা নয় প্রায় ৫০০ বিঘার মত জমি এবারে চাষ করার ক্ষেত্রে সংকটের মুখে পড়েছে কেবল জলের অভাবে চাষিরা। চাষীদের অভিযোগ খাল সংস্কার না করার ফলেই এমন অবস্থা। চাষীদের দুরবস্থার কথা ভেবে বৃন্দাবনচক গ্রামের কৃষক দরদী নারায়ণ চন্দ্র নায়েক ওই খাল দ্রুত সংস্কারের বিষয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়েছেন। আশঙ্কা প্রকাশ করেছেন আগামী দিনে চাষ করা থেকে বঞ্চিত হতে পারে বহু কৃষকরা খাল সংস্কার না হলে। বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিমাংশু নায়েক এক সাক্ষাৎকারে জানান খাল সংস্কারের প্রয়োজন রয়েছে, চাষিরা যে অভিযোগ করছে তার সত্যতা ও রয়েছে আগামী দিনে খাল সংস্কারের বিষয়ে ইরিগেশন দপ্তরের সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন।