Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ ক্রিকেট টুর্নামেন্টে ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেল মেচেদায়

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটবেশ কয়েক বছর ধরে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বাস স্ট্যান্ড সংলগ্ন গুলুডিয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মানুষদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার গুলুডিয়া মিতালী…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

বেশ কয়েক বছর ধরে শহীদ মাতঙ্গিনী ব্লকের মেচেদা বাস স্ট্যান্ড সংলগ্ন গুলুডিয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মানুষদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। রবিবার গুলুডিয়া মিতালী সংঘের উদ্যোগে গুলুডি য়া মিতালী সংঘ বনাম চাকদহ (নদীয়া) নবীন সংঘের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। বিজয়ী হয় মিতালী সংঘ রানার্স হয় নবীন সংঘ। জয়ী ও বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি সহ ৪০ ও ৩০ হাজার টাকা নগদ তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও আই কেয়ার হলদিয়ার চেয়ারম্যান লক্ষণ শেঠ, বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, সমাজসেবী নৃপেন্দ্র কুমার রায়, ঋত্বিক আদক, ক্লাব সম্পাদক সমীর সিংহ, নাড়ু গোপাল ভক্তা। খেলা শুরুর আগে শোভাযাত্রা ও স্থানীয় জয়দেব ভৌমিকের কলসি নৃত্য, সহ বেশ কয়েকটি সমাজ সেবামূলক কর্মসূচি নিতেও দেখা যায়।