Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনগ্রসর ছাত্রীদের সাইকেল এবং স্কুল-কিট বিতরণ করল আর বি এল ব্যাংক

দেবাঞ্জন দাস; কলকাতা, ১৪ মার্চ  : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে,  আরবিএল ব্যাঙ্ক, তার সিএসআর উদ্যোগ উম্মিদ ১০০০ (UMEED 1000) এর মাধ্যমে কলকাতায় বিভিন্ন জেলার  অনগ্রসর ছাত্রীদের হাতে ১০০ টি সাইকেল তুলে দিলো।
মহিলা ও শিশু উন্নয়ন ও …



দেবাঞ্জন দাস; কলকাতা, ১৪ মার্চ  : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে,  আরবিএল ব্যাঙ্ক, তার সিএসআর উদ্যোগ উম্মিদ ১০০০ (UMEED 1000) এর মাধ্যমে কলকাতায় বিভিন্ন জেলার  অনগ্রসর ছাত্রীদের হাতে ১০০ টি সাইকেল তুলে দিলো।


মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের মাননীয়া ভারপ্রাপ্ত মন্ত্রী ডা. শশী পাঁজা; ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এর  চেয়ারপার্সন প্রফেসর লীনা গঙ্গোপাধ্যায়; বিধান নগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী; সংঘমিত্রা ঘোষ, প্রধান সচিব, মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর এবং আরবিএল ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হয়। 


ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেন এবং দক্ষিণ ২৪পরগনা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, কলকাতার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যাঙ্ক সরাসরি এই মেয়েদের চিহ্নিত করে ।


স্কুল থেকে শিশুদের পড়াশোনা ছেড়ে যাওয়ার একটি বড় কারণ হল দূরত্ব। এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে যাতায়াতের মতো  অতি  প্রয়োজনীয় মাধ্যম প্রদান করার মধ্য দিয়ে শিক্ষার বিকাশে সহায়তা করবে। এই সাইকেলগুলি মেয়ে-শিশুদের পরিবেশবান্ধব উপায়ে সহজেই স্কুলে যেতে সাহায্য করবে। ব্যাঙ্ক কলকাতা, হায়দ্রাবাদ, রায়পুর, চেন্নাই, কোলহাপুর, গুয়াহাটি, শিলিগুড়ি এবং গোয়া সহ সারা ভারত জুড়ে ১০০০ টিরও বেশি সাইকেল এবং স্কুল-কিট বিতরণ করছে।


এই উদ্যোগের বিষয়ে আরবিএল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও - আর সুব্রামানিয়াকুমার বলেন, “আমরা আমাদের অনন্য সিএসআর প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সারা বিশ্বে, শিক্ষা হল মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ উন্মোচনের একমাত্র চাবিকাঠি আর শিক্ষালাভে সুবিধা প্রদানের মাধ্যমে, আমরা সেই সব বাধা সরিয়ে দিতে পারি যা অল্পবয়সী মেয়েদের তাদের স্বপ্ন পূরণে বাধা দেয়।"