তমলুকুঃ নিয়োগ দূর্নীতির সাথে যুক্ত হয়েছে তৃণমূলের কুন্তল ও শান্তনু। সেই দুজনকে মঙ্গলবার তৃণমূল রাজ্য নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে তাদের বহিষ্কার করেছে। সেই বহিস্কারের প্রসঙ্গে তমলুকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি…
তমলুকুঃ নিয়োগ দূর্নীতির সাথে যুক্ত হয়েছে তৃণমূলের কুন্তল ও শান্তনু। সেই দুজনকে মঙ্গলবার তৃণমূল রাজ্য নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে তাদের বহিষ্কার করেছে। সেই বহিস্কারের প্রসঙ্গে তমলুকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পার্থ চ্যাটার্জি বলেছিলেন কুণাল ঘোষ বহিস্কৃত এখন পার্থ চ্যাটার্জি বহিস্কৃত কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র।তৃণমূল দলে কে কাকে বহিস্কার করছে তার কিছু নির্ভর করছে না।যারা বহিস্কার ঘোষনা করেছেন তারাই আবার কয়েকদিন পর বহিস্কৃত হয়ে যায় নাকি সেটার দেখার। শিক্ষক দূর্নীতি অনেক নেতা মন্ত্রীর পরিবারের সদস্য রয়েছে এমনকি মুখ্যমন্ত্রী আত্মীয় রয়েছে বলে জানান সুজন।শুধু তৃণমূলের নেতা মন্ত্রীরা নয় বিজেপিরও অনেকে যুক্ত রয়েছে। পাশাপাশি নন্দীগ্রাম আন্দোলন নিয়েও এদিন মন্তব্য প্রকাশ করেন সুজন চক্রবর্তী।