নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মঙ্গলবার শালবনীর ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া সিমেন…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মঙ্গলবার শালবনীর ডালমিয়া সিমেন্ট ভারত লিমিটেডের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালমিয়া সিমেন্টের ইউনিটের হেড পঙ্কজ গুপ্তা।
এছাড়াও ছিলেন শ্যামসুন্দর সুয়ার, সুধীর মোহান্তি,কপিল মুনি পান্ডে,প্রণব নায়েক প্রমুখ আধিকারিকরা। অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুহুক ভূষণ এর উপস্থিতিতে। এছাড়াও উপস্থিত ছিলেন সানন্দা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট অঞ্জলি গুপ্তা।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সানন্দা লেডিস ক্লাবের সদস্যরা,স্থানীয় ক্ষুদে নৃত্যশিল্পীরা ও অন্যান্যরা। অনুষ্ঠানটিতে কারখানা পার্শ্ববর্তী গ্রামের মহিলাদের বিশেষ সম্মান প্রদর্শন করা হয়।