"ঘাঘর ঘেরা" - প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের সিঁদুর পুর কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার নেতৃত্বগন এবং সমাজের লড়াকু মানুষজন। সর্বসম্মত…
"ঘাঘর ঘেরা" - প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লকের সিঁদুর পুর কমিউনিটি হলে । উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার নেতৃত্বগন এবং সমাজের লড়াকু মানুষজন। সর্বসম্মতি ক্রমে প্রাথমিক ভাবে ( চূড়ান্ত রূপরেখা পরবর্তী কালে ঘোষনা করা হবে )1 লা এপ্রিল, 2023 থেকে "ঘাঘর ঘেরা " আন্দোলন কর্মসূচির রূপরেখা নির্ধারণ হয় নিম্নরূপ ( জনগনেের উদ্দেশ্যে অগ্রিম সূচনা ও জানান ) :
1. পুরুলিয়া জেলায় পাঁচ শহীদের মূর্তিতে মাল্যদান করে " " ঘাঘর ঘেরা " আন্দোলনের সূচনা 1 লা এপ্রিল, 2023
2. 81 গোষ্ঠীর সাইকেল আরোহী পুরুলিয়া থেকে করম ডাল নিয়ে চার জেলা পরিক্রমা করে রওনা হবে CRI দপ্তর ঘেরাও এর উদ্দেশ্যে ।
3. 1 লা এপ্রিল, 2023 চার জেলার নির্দিষ্ট কয়েক টি জায়গাতে সকাল 6 টা থেকে সন্ধ্যা 6 টা রাস্তা অবরোধ A.পুরুলিয়া : লালপুর মোড়
B.বাঁকুড়া : রাইপুর, আখখুটা মোড়, হরিনটুলি/ সিমলাপাল
C.*ঝাড়গ্রাম: সারদা বিদ্যাপীঠ ঝাড়গ্রাম এন্ট্রি রাজ্যসড়ক, জাম্বনী মোড় ।*
D.পশ্চিম মেদিনীপুর: শালবনী, পিড়াকাটা
4. 2রা এপ্রিল, 2023 তারিখ মাননীয় জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও
5. কুড়মী ডেভেলপমেন্ট বোর্ডের অফিস ঘেরাও
6. জঙ্গলমহলের নির্বাচিত জনপ্রতিনিধিদের ঘেরাও
7. 2রা এপ্রিল, চার জেলার অবরোধকারী এবং সাইকেল আরোহীদের সম্বর্ধনা ও রাত্রিযাপন, ঝাড়গ্রাম রবীন্দ্র পার্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
8. 3 রা এপ্রিল, লোধাশুলিতে চার জেলার প্রতিনিধিদেের ও আন্দোলন কারীদের সম্মিলিত ভাবে জাতীয় সড়ক সকাল 6 টা থেকে সন্ধ্যা 6 টা অবরোধ।
9. 4 ঠা এপ্রিল, 2023 খেমাশুলিতে সকাল 6 টা থেকে সন্ধা 6 টা জাতীয় সড়ক অবরোধ ।
10. পরদিন অর্থাৎ 5 ই এপ্রিল থেকে সারা জঙ্গলমহল জুড়ে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন , আমরন লড়াই শুরু....সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে রাজ্য অচল হবে, স্তব্ধ হবে জঙ্গলমহল ।
অবস্থার পরিপ্রেক্ষিতে এবং পরবর্তী আলোচনা সভা গুলির আলোচনার ভিত্তিতে আরো কিছু হেরফের, সংযোজন হতে পারে তবে বিয়োজনের কোনো সম্ভাবনা নেই, প্রস্তুত থাকুন চূড়ান্ত এর জন্য । সংগ্রামী অভিনন্দন সহ - রাজ্য সভাপতি, কুড়মী সমাজ, পশ্চিম বঙ্গ।