বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারী শক্তিকে প্রাধান্য দিতে হবে ,ভগনী নিবেদিতা এমন একজন নারী ছিলেন নারী শক্তির বিকাশের চিন্তাভাবনা নিয়ে চর্চার মধ্যে সর্বদা থাকতেন বলে জানালেন গুড়াপ হুগলি রামকৃষ্ণ ম…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বর্তমান সামাজিক প্রেক্ষাপটে নারী শক্তিকে প্রাধান্য দিতে হবে ,ভগনী নিবেদিতা এমন একজন নারী ছিলেন নারী শক্তির বিকাশের চিন্তাভাবনা নিয়ে চর্চার মধ্যে সর্বদা থাকতেন বলে জানালেন গুড়াপ হুগলি রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রাণময়ানন্দ। পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের অনতি দূরে গুলুডিয়া শ্রীরামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের ভগনী নিবেদিতার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করতে এসেছিলেন। তিনি বলেন হৃদয়ের বিকাশে চাই নিবেদিতার আদর্শ। ভগনী নিবেদিতার হৃদয় কাঁদতো ভারতের নিপীড়িত মানুষদের জন্য। তার আদর্শকে বর্তমান আঙিনায় আরো বেশি করে তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস রায় চৌধুরী, শিক্ষাব্রতী সুকুমার মাইতি, সিদ্ধার্থ বাহুবলীন্দ্র , অসিত সাঁই, নৃপেন্দ্র কুমার রায় প্রমুখ।