Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির উদ্যোগে সি সি টি ভি প্রদান.

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর.....ঝাড়গ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ গোপীবল্লভপুরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এগিয়ে এলো গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। গোপীবল্লভপুর বাজারের প্রাণকেন্দ্র হাতিবাড়ি মোড়‌ড়ে নিরাপত্তা ব…

 


নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর.....ঝাড়গ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ গোপীবল্লভপুরের নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এগিয়ে এলো গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। গোপীবল্লভপুর বাজারের প্রাণকেন্দ্র হাতিবাড়ি মোড়‌ড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। শুক্রবার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হল তিনটি সিসি ক্যামেরা।


এমনিতেই গোপীবল্লভপুর অন্তঃরাজ্য সীমান্ত লাগোয়া বাজার হওয়ায় প্রতিবেশ রাজ্যে ঝাড়খন্ড এবং ওড়িশার চেনা-অচেনা মানুষের আনাগোনা থাকেই।তার উপর দিনে দিনে বাড়ছে গোপীবল্লভপুর বাজারের বহর এবং বাড়ছে গোপীবল্লভপুরের জনসংখ্যা ।তাই বাজারের নিরাপত্তার কথা ভেবে গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তিনটি সিসি ক্যামেরা তুলে দেওয়া হল পুলিশের হাতে। জানা গেছে সিসি ক্যামেরা গুলো বসানো হবে গোপীবল্লভপুর বাজারে প্রাণ কেন্দ্র বলে পরিচিত হাতিবাড়ি মোড়ে। সেই লক্ষ্যে ব্যবসায়ী সমিতির সদস্যরা গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জীর হাতে সিসি ক্যামেরাগুলো তুলে দেন।ব্যবসায়ী সমিতির পক্ষে সম্পাদক শুভাশিস নায়েক,তন্ময় বক্সী সহ অন্যান্যরা জানান, হাতিবাড়ি মোড়ে সিসি ক্যামেরা বসলে বাজারের নিরাপত্তা অনেকটাই বাড়বে।তিন দিকের গুরুত্বপূর্ণ রাস্তার উপর নজরদারির সুবিধা হবে। ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জী।