Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তমলুক সেন্টারের মধ্যে দুটি স্কুলে হচ্ছে পরীক্ষা হয়। একটি তমলুক হ্যামিলটন হাই স্কুল এবং আরেকটি হলো ডরপুর তপশিলি হাই স্কুল…

 


আজ থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে তমলুক সেন্টারের মধ্যে দুটি স্কুলে হচ্ছে পরীক্ষা হয়। একটি তমলুক হ্যামিলটন হাই স্কুল এবং আরেকটি হলো ডরপুর তপশিলি হাই স্কুল। তমলুক হ্যামিল্টন হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে 9টি স্কুল মিলে 673 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবং ডহরপুর তপশিলি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে 4টি স্কুল মিলে মোট ৫৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। এ বছর একটি উত্তরপত্র দেওয়া হবে যার মধ্যে নির্দিষ্ট জায়গায় এমসিকিউ,এসেকিউ ফিলাপ করতে হবে। প্রথম দিন থেকেই অভিভাবকেরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি গেটে ঢোকার সময় পরীক্ষার্থীদের জলের বোতল,পেন দেওয়া হয় জনপ্রতিনিধির তরফ থেকে। পাশাপাশি ভালোভাবে চেকিং করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় পরীক্ষার্থীদের।