Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম - বিপর্যয়কলমে - রবীন্দ্রনাথ প্রধানতারিখ - ০৮/০৪/২০২৩
মতের সাথে মতের মিলদিল হল প্রভাবিত,ঝগড়াঝাঁটি মুখ বেঁকিয়েহল তাই ঈর্ষান্বিত।
বিচার ভাবনা মতান্তরে,বিবাদের উপস্থিতি,কোমর বেঁধে ঝগড়া করে,ব্রেন বলে আমি জ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম - বিপর্যয়

কলমে - রবীন্দ্রনাথ প্রধান

তারিখ - ০৮/০৪/২০২৩


মতের সাথে মতের মিল

দিল হল প্রভাবিত,

ঝগড়াঝাঁটি মুখ বেঁকিয়ে

হল তাই ঈর্ষান্বিত।


বিচার ভাবনা মতান্তরে,

বিবাদের উপস্থিতি,

কোমর বেঁধে ঝগড়া করে,

ব্রেন বলে আমি জিতি।


বিবাদের ঐ শাণিত অস্ত্রে

হৃদয়ে রক্তক্ষরণ,

মুমূর্ষু হৃদয় কাঁদে, ভাবে

এবার তবে মরণ?


ব্রেন এখন ঝগড়ুটে যে

ঝগড়া বাধায় শুধু,

এমনতরো কচকচিতে

হৃদয় এখন ধুধু।


ব্রেনের আর দোষ কি বল?

স্থিরতা কেমনে পাবে,

কতকাল লড়াই করবে

কত আর চমকাবে?


মতান্তরে ও মুখটি খোলা

যাবে না সর্বসমক্ষে,

প্রতিবাদ অবরুদ্ধ থাক

ব্রেনের চঞ্চল বক্ষে।


এমন হলে ব্রেন মরবে

আগেই মৃত হৃদয়,

শুরু কি সমাজে বিপর্যয়,

চেতনার অবক্ষয়?