Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

গভীর অনুভূতিতে ভরা
লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল
তারিখ - 4/4/2023
সন্ধ্যা নামে আনমনেকুয়াশা ভিজিয়ে দেয় আমার বেদনাহত মনটাকে,কোন এক নির্জন সন্ধ্যার বুকে আমিহারিয়ে যাইগাং চিলের গল্প শুনবো বলে,হয়তো কোন প্রেমিক অপেক্ষা করে আছেআমারই মত উ…

 


গভীর অনুভূতিতে ভরা


লেখিকা - তৃপ্তি সুধা মণ্ডল


তারিখ - 4/4/2023


সন্ধ্যা নামে আনমনে

কুয়াশা ভিজিয়ে দেয় আমার 

বেদনাহত মনটাকে,

কোন এক নির্জন সন্ধ্যার বুকে আমি

হারিয়ে যাই

গাং চিলের গল্প শুনবো বলে,

হয়তো কোন প্রেমিক অপেক্ষা করে আছে

আমারই মত উদাসী মনটাকে নিয়ে,

আমার জন্যে - 


নদীর স্রোত বয়ে যায় 

দুকূল কে ভালোবেসে ছুঁয়ে।


আমার মনে হয় কেউ যেন আমাকে

ছুঁয়ে দেখে অমনি ভালোবেসে

নদীর স্রোতের মত করে -


কখনো কখনো অদ্ভুত অনুভূতি খেলা

করে হৃদয় জুড়ে -

 কত কত গাং চিল ওড়ে নদীর বুকে-

কি মায়ায়,

কি মায়ায় !


সমুদ্রের বুকে,

ঢেউ আর ঢেউ

অদ্ভুত মায়া মাখা শব্দ

যে কি না বালির সৈকতে

কখনো কখনো পাথরের বুকে

আঘাত করে কত না ভালোবেসে।

কেউ কেন হয় না 

ওই ঢেউ এর মত!


সন্ধ্যা নামে নির্জন দ্বীপে

অদ্ভুত এক নীরবতা

অরণ্যের বুকে না বলা কথা

কেমন যেন নৈশব্দের মায়া,

সব কেমন যেন মায়া জড়ানো,

কেন এমন মনে হয় কে জানে !


কত দেখেছি জলের বুকে

শাপলা ফুল ভাসে ঢেউ এর তালে তালে,

বুকের মাঝে কত বার কি ভালোলাগায়

কেঁপে কেঁপে উঠেছে,

তবে কি ভালোলাগা প্রকাশ করার কোন

ভাষা থাকে না,

আছে শুধু গভীর নীরবতা

শুধু নীরবতা,

কেবল,

বুকের মাঝে জেগে থাকে এক নির্জন

সন্ধ্যা বেলা

আছে তার মায়া

আছে গভীর অনুভূতিতে ভরা ।