সৃষ্টি সাহিত্য যাপন জীবনের পাঠ...
পায়ের তলায় সরষে ছিলোবুকে আশার বলছোটো পায়ে তাল ঠুকে তাইকদম কদম চল।।
নূপুর পায়ে তালে নাচতোগলায় ছিল সুরমনের মাঝে বিশ্বাস আর চোক্ষে সমুদ্দুর।।
আকাশ জোড়া স্বপ্ন ছিলোমনে পাখির ভারবিশ্বাস আর ভরসাই …
সৃষ্টি সাহিত্য যাপন
জীবনের পাঠ...
পায়ের তলায় সরষে ছিলো
বুকে আশার বল
ছোটো পায়ে তাল ঠুকে তাই
কদম কদম চল।।
নূপুর পায়ে তালে নাচতো
গলায় ছিল সুর
মনের মাঝে বিশ্বাস
আর চোক্ষে সমুদ্দুর।।
আকাশ জোড়া স্বপ্ন ছিলো
মনে পাখির ভার
বিশ্বাস আর ভরসাই তার
পথে চলার সার।।
ভালোবাসার বাসা ছিলো
আদর অনর্গল
টাল খেলে তাই সামলে
নিতে শক্তিই সম্বল।।
অকারণে ভরসা ছিল
আপন বুকে বল
নিয়তিকে দলতে পায়ে
কর্মই সম্বল।।
তারপরেতে
দিন কেটেছে
সময় ঘড়িরর পার
জীবন তাকে পাঠ পড়ালো
ভাগ্যই সম্বল।।
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী(৬/৪/২৩)