সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :-আমার ছেলেবেলাকলমে🖊 সুদীপ বিশ্বাসতারিখ:-০৪/০৪/২০২৩ ***************************সূর্য আকাশ ডুব দিয়েছে আজ চৌধুরী পুকুরে, সূর্য আকাশ গান ধরেছে আমার ছেলেবেলার সুরে। আকাশ মাখা জ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম :-আমার ছেলেবেলা
কলমে🖊 সুদীপ বিশ্বাস
তারিখ:-০৪/০৪/২০২৩
***************************
সূর্য আকাশ ডুব দিয়েছে আজ চৌধুরী পুকুরে,
সূর্য আকাশ গান ধরেছে আমার ছেলেবেলার সুরে।
আকাশ মাখা জলে,গলাগলি করে বলে-
ফিরে যা তোর ছেলেবেলায়,
ফিরে যা তোর কয়েত তলায়।
কয়েত গাছের তলায় গিয়ে, কচি কয়েত হাতে নিয়ে,
তোমার কোলে দিতাম ছুঁড়ে দু'হাত দিয়ে লুফে নিয়ে
শালুক পাতার তলে উঁকি দিয়ে -
কানুর পিঠে হাত বুলিয়ে; এপার থেকে ওপার যেতে-
দুলকি চালে দুলকি চালে।
কালীতলার ভাঙা-ঘোড়া, আমার হাতে সদায় ভরা,
তোমার কোলে দিতাম ছুঁড়ে এপার থেকে ওপার যেতে-
দুলকি চালে দুলকি চালে।
পুকুরপাড়ের এঁটেল কাদায়,ছেলেগুলো
সব পুতুল সাজায়,
কুল-কুলতি কুলবাতি ভেলাগুলো সব ঘুরে বেড়ায়
দুলকি চালে দুলকি চালে।
গ্রীষ্মকালের দুপুরবেলায় যখন কোথাও জল না
পেতাম, ছুট্টে গিয়ে তোমার বুকে মুখ ডুবিয়ে,
এক ঢোঁকেতেই আকাশ মাখা জল খেতাম।
ঊরুর উপর প্যান্ট্'কে তুলে, যেতাম তখন লজ্জা ভুলে,
তোমার কোলের শালুক ডাঁটা
ছাড়িয়ে খেতাম তেঁতুল তলে।
তেঁতুল গাছের তেঁতুল ছায়া,আমার কাছে বড্ড মায়া,
তার তলেতে পা ছড়িয়ে বাতাস খেতাম প্রাণ জুড়িয়ে।
শঙ্করদার ঘণ্টা বাজে,উঠত যখন মেঘটা সেজে,
তোমার বুকে সূর্য আকাশ,মিলিয়ে যেত থর-থরিয়ে।
আকাশে আবার মেঘ করেছে....
সূর্য আকাশ গান ধরেছে....
সূর্য আকাশ গান ধরেছে....
***************************