Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য পরিবারস্বাধীনতা তুমি কার?ভোলা নাথ রায় ০২-০৪-২০২৩ --------------স্বাধীনতা তুমি বৃদ্ধ হয়েছো বয়সও হয়েছে ভারএকদিন ছিলে সংগ্রামীদেরএখন হয়েছো কার?  
সংগ্রামেরই লাল আলতা পরিয়ে সেদিন পায়ে বলেছিল ওরা পরাধীনতার দাগ লাগে না গা…

 


সৃষ্টি সাহিত্য পরিবার

স্বাধীনতা তুমি কার?

ভোলা নাথ রায় 

০২-০৪-২০২৩

 --------------

স্বাধীনতা তুমি বৃদ্ধ হয়েছো 

বয়সও হয়েছে ভার

একদিন ছিলে সংগ্রামীদের

এখন হয়েছো কার?  


সংগ্রামেরই লাল আলতা 

পরিয়ে সেদিন পায়ে 

বলেছিল ওরা পরাধীনতার 

দাগ লাগে না গায়ে।


আলতা পায়ে হেঁটেছো কত

জানা আজানা পথ

তোমাকে নিয়ে ছিল না সেদিনও 

কারও কোনো অভিমত।


আজকে তুমি বৃদ্ধ হয়েছো 

বয়সও হয়েছে ভার 

বৃদ্ধ হয়েছো তাই বলে কি 

হারিয়েছো অধিকার !


অধিকার হারা বৃদ্ধ বয়সে 

পেয়েছো কি শোকতাপ!!

তোমার গায়ে লেগেছে কি আজ

পরাধীনতার ছাপ?


তুমি বৃদ্ধ হয়েছো বয়স বেড়েছে

বলতে কি পারো আর

স্বাধীনতার তুমি কাদের এখন

নেতা মন্ত্রী আমলার ?