Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন    শুধু যাওয়া আর আসা          শ্রাবনী চক্রবর্তী ✍️   তারিখ -২০/৪/২৩
 রঙে ভরা বসন্ত  পায়ে পায়ে নিলো যে বিদায়, ঝরা পলাশের ব্যাথাতুর অভিমান  খোয়াইয়ের জলে ভেসে যায়..., পিন্দারে পথ হারায়...।  ঝরা কৃষ্ণচূড়ার রক্তিম …


সৃষ্টি সাহিত্য যাপন 
  শুধু যাওয়া আর আসা
         শ্রাবনী চক্রবর্তী ✍️
  তারিখ -২০/৪/২৩

 রঙে ভরা বসন্ত 
পায়ে পায়ে নিলো যে বিদায়,
ঝরা পলাশের ব্যাথাতুর অভিমান
 খোয়াইয়ের জলে ভেসে যায়...,
পিন্দারে পথ হারায়...।
 ঝরা কৃষ্ণচূড়ার রক্তিম গালিচা
প্রহর গোনে অপেক্ষার...,
কোনো এক উষ্ণ ভালোবাসার।
বিদায়ী বসন্তের বিমর্ষ আলাপে
 কুহুতান হারিয়ে যায়...,
আরো এক আশা আর অপেক্ষার প্রহরে।

প্রখর দাবদাহে বৈশাখের দৃপ্ত আগমন,
তোমার দহন ছোঁয়ায় বেসামাল ধরণী 
প্রাণ যে যায় যায়,
সহসা হতচকিত প্রাণীকুল পশুপাখি তৃণাঙ্কুরের দল, দিশেহারা তাপিত প্রাণে
 রয়ে যায় একটু জলের খোঁজ।
 বনস্পতির ছত্রছায়ায় প্রাণ যে 
 খানিক জুড়ায়,যেন ছায়া সুনিবিড়
 শীতল পাটি স্নিগ্ধ অবগাহন।

 হে রুদ্র শান্ত হও মেঘদূত কে খবর দাও
 পুঞ্জিত হোক জলদ রাশি রাশি,
 ঝরো ঝরো অঝোর ধারায়
 সিঞ্চিত হোক ধরা,বাঁচুক জীবকুল
 যতো অঙ্কুরিত চারা ...,
হোক প্রাণে স্নিগ্ধ সিঞ্চন,
মেঘেদের প্রেম রিনিঝিনি আলিঙ্গনে
 বাজুক বনস্পতির আদুরে গুঞ্জন,
 স্থিমিত হোক তোমার দহন ছোঁয়া,
 এসো বৈশাখ সমাদরে এসো
   সমারোহে এসো...।