দৈনিক সাহিত্য যাপনশিরোনাম --একটু ছায়াকলমে --বিউটী বাগচী সরখেলতাং --২১/০৪/২৩
চাওয়া তো তেমন নয়!কেবল একটু ছায়া।শীতল বারি, শীতল ছোঁয়া,শীতল পরশ পাওয়া।কেবল একটু ছায়া।
যথা দাঁড়িয়ে সময় অসময়েনিভৃতে নিরালায় বসা।চিন্তা ভাবনা হীন উ…
দৈনিক সাহিত্য যাপন
শিরোনাম --একটু ছায়া
কলমে --বিউটী বাগচী সরখেল
তাং --২১/০৪/২৩
চাওয়া তো তেমন নয়!
কেবল একটু ছায়া।
শীতল বারি, শীতল ছোঁয়া,
শীতল পরশ পাওয়া।
কেবল একটু ছায়া।
যথা দাঁড়িয়ে সময় অসময়ে
নিভৃতে নিরালায় বসা।
চিন্তা ভাবনা হীন উদ্দেশ্য হীন
আপনার মতো কথা বলা।
চাই একটু ছায়া।
ছায়ার তলে চাই গান গাইতে
বিরহ, বেদনা, বিলাস ভরা।
তোমার ছায়ায় জুড়াবে প্রাণ
আকুল আবেদন করা যাবে যে তথা।
কেবল একটু ছায়া।
দুহাত দিয়ে আগলে রেখে বলবে
তখন তুমি, ওগো
যাহা কিছু মনে চায় নির্দ্ধায় করতে পারো,
আছে আমার হাতের ছায়া।
কেবল একটু ছায়া,
যেখানে যেথায় থাকি
মনে হবে না অনেক দূরে অবস্থান অব্যাহত,
তোমার উপস্থিতি,অনুভব, অনুভূতি, আবেগ
থাকবে সদা সর্বদা সন্তত।
কেবল একটু ছায়া,
এটুকু কেবল চাওয়া, পাওয়া।
@@ বি, বি, এস