Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :    বাঁচব বাঁচার গৌরবে কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ০৩ , ০৪ , ২০২৩
সমুদ্র-সম্মুখে দাঁড়িয়ে থেকে নিজেকেতেমন দীনহীন কেউ  , ভাবতেকুণ্ঠা হয় ; ভাবতে গেলেআকাশ থাকবে না আকাশে ,সাগরে থাকবে না সাগর ,বিশ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :    বাঁচব বাঁচার গৌরবে 

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ০৩ , ০৪ , ২০২৩


সমুদ্র-সম্মুখে দাঁড়িয়ে থেকে নিজেকে

তেমন দীনহীন কেউ  , ভাবতে

কুণ্ঠা হয় ; ভাবতে গেলে

আকাশ থাকবে না আকাশে ,

সাগরে থাকবে না সাগর ,

বিশালে থাকবে না বিশালত্ব  ,

তুচ্ছ করব নিজের অস্তিত্বকেও ।


বিশালকে সম্মুখে দেখে যদি

যোজন দূরে গিয়ে দাঁড়াই  

তেমনই পথ ছেড়ে , অথবা

বিশালেই আমি , আমাতেই বিশাল ,

অথবা মেঘ বৃষ্টির সমীকরণ 

না যদি ভাবতে পারি ,

তবে যাবজ্জীবন ভৃত্য হয়েই

প্রতিপল শঙ্কার চাবুক সয়ে 

মরতে মরতে বাঁচতে হবে , 

পায়ে বাজবে লোহার বেড়ি

শব্দ না তুলে একটুও ।


হাজার না-এর কাঁটায় ভরবে

পথ , কাঁটার ঘায়ে রক্ত

চিরকাল যেমন ঝরেছে , তেমনই

অনেক ঝরবেও পা ছিঁড়ে ;

সহজ চলার পথটাও দেখব

পদে পদে বাঁক নিয়ে

রচনা করেছে একটা গোলোকধাঁধা ।

পথ হারাব রহস্যের অন্ধকারে , 

সমাধানহীন গণিতের চক্রব্যূহে পড়ে

মুক্তির পথ খুঁজে অকারণ

ঘুরপাক খেয়ে মরব ; তেমনই

ধীবরের জালে আটক পড়া

মাছেদের মত মুক্তি খুঁজে

ব্যর্থ অনেক লাফাব , ঝাঁপাব । 


পরিবর্তে , পরস্পরের রক্তের অণুতে

যদি পরস্পরকে খুঁজে পাই ,

যদি পরস্পরের দর্পণে দেখি

পরস্পরের মুখ , পরস্পরের প্রতিবিম্ব ,

অথবা এই উভয়ের মাঝখানে

না যদি পাহাড় তুলি ,

তবে পা থাকতে এমন 

খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটব না ;

লতার মত এমন করে

লতিয়ে লতিয়ে বাঁচব না ।


বিন্দু যদি বিন্দুতে পায়

সিন্ধুকে , তেমনই সিন্ধু যদি

বিন্দুর দর্পণে দেখে নিজেকে ,

তবেই মহা দর্শন-সুখে , বাঁচব

বাঁচার গৌরবে ; ভৃত্য ভেবে

এমন অগৌরবের পাহাড় একটা

মাথায় নিয়ে হাঁটব না ,

মেরুদণ্ডটা নিজের বিকিয়ে দিয়ে 

এমন হীন-বাঁচা বাঁচব না ।

পরিবর্তে , বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে

নিবিড় আলিঙ্গনে , মুক্তির আনন্দে

হো-হো করে হাসব একাত্মক ।


---------------------------------------------