বৈশাখবরুণ হালদার
বৈশাখ জাগ্রত দ্বারে,প্রকৃতি সেজে উঠেছে ফুলে।মুছে ফেল জরাজীর্ণ যা কিছু, দুঃখ ব্যথা সব যাও ভুলে।বৈশাখ হল সংকল্পের নাম,আগামী সুখের আশায়।সকলেই যেন সুখী হয়, তোমার আমার ভালবাসায়।নতুন আশা নতুন উদ্যমে,কর্মে দিও মন।কর্ম…
বৈশাখ
বরুণ হালদার
বৈশাখ জাগ্রত দ্বারে,
প্রকৃতি সেজে উঠেছে ফুলে।
মুছে ফেল জরাজীর্ণ যা কিছু,
দুঃখ ব্যথা সব যাও ভুলে।
বৈশাখ হল সংকল্পের নাম,
আগামী সুখের আশায়।
সকলেই যেন সুখী হয়,
তোমার আমার ভালবাসায়।
নতুন আশা নতুন উদ্যমে,কর্মে দিও মন।
কর্মে নিষ্ঠা নিরলস হলে,
সাফল্য আসবে তখন।
এই মাসে হয় গণেশ পূজা
ধন সম্পদের আশায়।
এই মাসে হয় হঠাৎ বৃষ্টি,
প্রবল জলে ভাসায়।
এই মাসে হয় আরেকটি পূজা,
আমরা ডুবে আছি তার কাছে ঋণে।
পঁচিশে বৈশাখ জাতীয় উৎসব,
রবীন্দ্রনাথের জন্ম দিনে।
বৈশাখে প্রকৃতির সাথে,
অপরূপ সাজে সেজে ওঠো তুমি।
এ মাসে রূপে রসে পরিপূর্ণ ধরা,
তোমায় খুঁজি আমি।
©® বরুণ হালদার