Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন*********************    
          গোধূলি        """"""""""""""""    ধ্রুবজ্যোতি ঘোষ    ৭ বৈশাখ, ১৪৩০      ২১.৪.২০২৩*************…

 সৃষ্টি সাহিত্য যাপন

*********************    


          গোধূলি 

       """"""""""""""""

    ধ্রুবজ্যোতি ঘোষ

 

    ৭ বৈশাখ, ১৪৩০

      ২১.৪.২০২৩

*********************

দেবশিশুর মত একটা সকাল

কখনো ভাবে না

সে হবে দুরন্ত দুপুর।


সদ্যযৌবনার মত অহঙ্কারী উষ্ণ দুপুর

কখনো ভাবে না

সে-ই হবে মায়াবী গোধূলি।


গোধূলিই জানে গোধূলির আশ্চর্য অনুভব;

একমনে রঙ তুলি নিয়ে

দিগন্তের ক্যানভাসে আঁকে সে জীবনের রঙ্গীন কোলাজ।


গোধূলিই শ্রেষ্ঠ সময়:

অশ্বখুরে ওড়ে যার পরাগরেণু;

আশ্চর্য পেলব যত

অতীতের ব্যক্তিগত ক্ষত।


সন্ধের ডাকে আসে সেই অমোঘ চিঠি:

দিনের আলোর শেষ স্বেদবিন্দু

গড়িয়ে যায় রাতপাহাড়ের গায়ে...